ছত্তিশগড়ের বিজাপুরে বিজেপি কার্যকর্তাকে হত্যা নকশালদের 

রায়পুর, ১১ ডিসেম্বর (হি.স.): ছত্তিশগড়ের ফারসেগড় থানা এলাকায় নকশালরা বিজেপি-র এক কার্যকর্তাকে হত্যা করেছে। এই বিষয়ে নিশ্চিত করেছেন বিজাপুরের পুলিশ সুপার জিতেন্দ্র যাদব।

বিজাপুর পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে কুত্রু তহসিলের সোমনপল্লী গ্রামের বাসিন্দা বিজেপি কার্যকর্তা মাড়ো রাম কুড়িয়ামকে নকশালরা অপহরণ করে। এরপর তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। বুধবার সকালে সোমনপল্লীতে তাঁর মৃতদেহ পাওয়া যায়। তাঁর পাশ থেকে নকশালদের বেশ কিছু কাগজ উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, এক সপ্তাহের মধ্যে বিজাপুরে নকশালরা এই নিয়ে পাঁচটি এমন ঘটনা ঘটালো। প্রথমে ভৈরামগড় ও কাদেরে দুই প্রাক্তন সরপঞ্চকে খুন করা হয়। এরপরে বাসাগুড়ায় এক মহিলা অঙ্গনওয়াড়ি কর্মী এবং তারপরে আরেক মহিলাকে হত্যা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *