BRAKING NEWS

সুব্রাহ্মণ্য ভারতীকে শ্রদ্ধা নরেন্দ্র মোদীর

নয়াদিল্লি, ১১ ডিসেম্বর (হি.স.): বিশিষ্ট তামিল কবি-লেখক, স্বাধীনতা সংগ্রামী সুব্রাহ্মণ্য ভারতীকে শ্রদ্ধা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বুধবার প্রধানমন্ত্রী এক্সবার্তায় লিখেছেন, “আমি মহান সুব্রাহ্মণ্য ভারতীকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাই। তিনি একজন দূরদর্শী কবি, লেখক, চিন্তাবিদ, মুক্তিযোদ্ধা ও সমাজ সংস্কারক ছিলেন। তাঁর বাণী অগণিত মানুষের মধ্যে দেশপ্রেম ও বিপ্লবের শিখা জ্বালিয়েছিল। সমতা এবং নারীর ক্ষমতায়নের বিষয়ে তাঁর প্রগতিশীল আদর্শ সমানভাবে অনুপ্রেরণাদায়ক।

আজ, আমি ৭, লোক কল্যাণ মার্গে দুপুরে একটি অনুষ্ঠানে তাঁর কাজের একটি সংকলন প্রকাশ করব। এই প্রচেষ্টার জন্য আমি সিনি বিশ্বনাথন জিকে অভিনন্দন জানাই।”

প্রসঙ্গত, ভারতী প্রাথমিক শিক্ষার তিরুনেলভেলি এবং বারাণসীতে পড়াশোনা করেছিলেন এবং দ্য হিন্দু বাল ভারত, বিজয়া, চক্রবর্তী, স্বদেশসমিত্রান ও ভারত সহ বহু পত্রিকার সাংবাদিক হিসাবে কাজ করেছিলেন। ১৯০৮ সালে, ব্রিটিশ সরকার তাঁর বিপ্লবী লেখার জন্য ভারতীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করায় তিনি পন্ডিচেরিতে (কেন্দ্রশাসিত অঞ্চল) পালাতে বাধ্য হন। সেখানে তিনি ১৯১৮ সাল পর্যন্ত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *