কলকাতা, ১১ ডিসেম্বর (হি.স.): “বাংলাদেশের অশান্তিকে হাতিয়ার করে বাংলাকে উত্তপ্ত করার চেষ্টা চলছে’’। দিঘা থেকে বুধবার ফের উদ্বেগ প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে বেশ কিছু ভুয়ো ভিডিও ছড়িয়েছে বলেও দাবি করলেন তিনি। সেগুলোকে ব্যবহার করে বাংলাকে অশান্ত করার চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বান, বাংলাদেশের সংখ্যালঘু যারা ফিরতে চান, সীমান্ত খোলাই রয়েছে, ভিসাও পাওয়া যাচ্ছে। ফলে তাঁরা যেন দ্রুত ফিরে আসেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত কেন্দ্রের, এদিন ফের তা স্পষ্ট করে দিয়েছেন মমতা।
মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে প্রশ্ন উঠেছে অনেকের মনে। নির্যাতন, প্রাণহানির আশঙ্কা এড়াতে বাংলাদেশের হিন্দুদের অনেকে এপার বাংলায় চোরাপথে লুকিয়ে এসেছেন। অনেকে আসতে গিয়ে সীমান্তে ধরা পড়ে কারাবাস করছেন। সেক্ষেত্রে ‘সীমান্ত খোলাই রয়েছে’— এরকম দায়িত্বজ্ঞানহীন মন্তব্য উনি করছেন কেন? ‘ভিসাও পাওয়া যাচ্ছে’ বলে উনি প্রকাশ্যে মন্তব্য করছেন। অথচ সকলেই জানেন, ভারত, বাংলাদেশ কেউই এখন বিশেষ জরুরি কারণ ছাড়া অপর রাষ্ট্রের আবেদনকারীকে ভিসা দিচ্ছে না।
বুধবার দিঘার জগন্নাথ মন্দির ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। সেখানেই বাংলাদেশ নিয়ে প্রশ্ন করা হয় তাঁকে। তাতে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের সাফ জানান, বাংলাদেশের পরিস্থিতি কেন্দ্রের আওতায়। যা সিদ্ধান্ত নেওয়ার তা ভারত সরকার নেবে। ইতিমধ্যেই প্রতিনিধিও পাঠানো হয়েছে। দু দেশের বৈঠকও হয়েছে।