আগরতলা, ১১ ডিসেম্বর : দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার সেন্ট্রালাইজড প্রশ্নপত্র ফাঁস হয়েছে। বিষয়টি জানতে পেরেই স্থগিত হয়ে গেল আজকের ককবরক পরীক্ষা।
বুধবার ছিল দশম ও দ্বাদশ শ্রেণির ককবরক পরীক্ষা। এই পরীক্ষার সেন্ট্রালাইজড প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে। ওই প্রশ্নপত্রের ছবি অনেকের কাছেই পৌঁছে যায়। বিষয়টি জানতে পেরে বোর্ডের পক্ষ থেকে আজকের ককবরক পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়েছে।
প্রশ্নপত্র কীভাবে ফাঁস হয়েছে সেই সম্পর্কে কোনো ধারণা করতে পারছেন না কেউই। নির্দিষ্ট কিছু বিদ্যালয়ে এই বিষয়ে খোঁজ নেওয়া হয়েছে। ওই স্কুলগুলোতে প্রশ্নপত্র তখনও সীল করা রয়েছে বলে জানা গেছে। তাই কোন স্কুল থেকে অতি ফাঁস হয়েছে তা অনুমান করতে পারছেন বা কেউই।