চিন্ময় প্রভুর আগাম জামিনের আর্জির শুনানি খারিজ চট্টগ্রামে

চট্টগ্রাম, ১১ ডিসেম্বর (হি.স.): সন্ন্যাসী চিন্ময় প্রভুর জামিনের মামলার শুনানি এগিয়ে আনার আর্জি খারিজ হয়ে গেল বুধবার।

চট্টগ্রাম আদালতের আইনজীবীদের সম্মিলিত ‘বাধা’র মুখে পড়ে ওই আর্জি। শ-দুয়েক আইনজীবী এজলাসে হাজির হয়ে রবীন্দ্র ঘোষের আর্জির বিরোধিতা করেন। তাঁরা দাবি করেন, নির্ধারিত দিন অর্থাৎ ২ জানুয়ারিই চিন্ময়ের জামিনের আবেদন নিয়ে ফের শুনানি করা যেতে পারে। তার আগে নয়।

এই অবস্থায় মৌলবাদীদের রক্তচক্ষু উপেক্ষা করে ঢাকা থেকে চট্টগ্রামে এসে মামলা এগিয়ে আনার আবেদন করেছিলেন এক আইনজীবী।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের নামজাদা আইনজীবী রবীন্দ্র ঘোষ বুধবার ঢাকা থেকে চট্টগ্রাম আদালতে হাজির হয়ে চিন্ময়কৃষ্ণের জামিনের আবেদন ২ জানুয়ারির পরিবর্তে এদিন শোনার জন্য বিচারকের কাছে আর্জি জানান।

অভিযোগ, এই আবেদনও চট্টগ্রাম আদালতের আইনজীবীদের সম্মিলিত ‘বাধা’র মুখে পড়ে। এই অবস্থায় অবকাশকালীন চট্টগ্রাম মহানগর দায়রা জজ মহম্মদ সাইফুল ইসলাম আগাম জামিনের আর্জির শুনানি খারিজ করে দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী দাবি করেন, চিন্ময়ের পক্ষের আইনজীবীর ওকালতনামা না থাকায় আবেদন নাকচ করা হয়েছে।