বিজেপি পরিচালিত মিউনিসিপ্যাল কর্পোরেশনের তৃতীয় বর্ষপূর্তি ও শারদ সম্মান ২০২৪ উপলক্ষে বৈঠক অনুষ্ঠিত

আগরতলা, ১০ ডিসেম্বর : আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তৃতীয় বর্ষপূর্তি ও শারদ সম্মান ২০২৪ উপলক্ষে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে l অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার ও কমিশনার ড. শৈলেশ কুমার যাদব ও দপ্তরের সম্মানিত আধিকারিকগন।

২০২১ সালের ৮ ডিসেম্বর বিজেপি পরিচালিত আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন পথচলা শুরু করেছিল। চলতি মাসে এই পথচলার তিন বছর পূর্ণ করলো নিগম। আজ আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন কনফারেন্স হলে কর্পোরেশনের তৃতীয় বর্ষপূর্তি ও শারদ সম্মান ২০২৪ উপলক্ষে বৈঠকের আয়োজন করা হয়েছে। মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ কর্পোরেটদের উপস্থিতিতে এই বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে।

মেয়র জানিয়েছেন, আজকের বৈঠকে মিউনিসিপ্যাল কর্পোরেশনের তৃতীয় বর্ষপূর্তি উৎযাপন করার পাশাপাশি শারদ সম্মান প্রদানের দিন ঠিক করা হবে। পাশাপাশি বৈঠকে শহরের সার্বিক উন্নয়ন বিষয়ে এবং মশার উপদ্রব থেকে বাঁচার জন্য প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ সম্পর্কেও আলোচনা করা হবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *