নয়াদিল্লি, ১০ ডিসেম্বর (হি.স.): দেশের সমস্ত নাগরিকের নাগরিক ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ ভারত। জোর দিয়ে বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মঙ্গলবার নতুন দিল্লির বিজ্ঞান ভবনে মানবাধিকার দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, “মানবাধিকার দিবস উপলক্ষ্যে আমি সেই সমস্ত সহ-নাগরিকদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই, যাদের সাম্য, ন্যায়বিচার, স্বাধীনতা এবং ভ্রাতৃত্বে বিশ্বাস আমাদের গণতান্ত্রিক নীতির ভিত্তি।”
রাষ্ট্রপতি বলেছেন, “আমরা ভবিষ্যতের দিকে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে উদীয়মান চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি। সাইবার অপরাধ এবং জলবায়ু পরিবর্তন মানবাধিকারের জন্য নতুন ঝুঁকি। ডিজিটাল যুগ, পরিবর্তনশীল হলেও, সাইবার বুলিং, ডিপফেক, গোপনীয়তা সংক্রান্ত উদ্বেগ এবং ভুল তথ্যের বিস্তারের মতো জটিল সমস্যা নিয়ে এসেছে।” রাষ্ট্রপতি আরও বলেছেন, “আমাদের অবশ্যই প্রত্যেক ব্যক্তির মৌলিক অধিকার সমুন্নত রাখতে হবে এবং কেউ যেন পিছিয়ে না থাকে তা নিশ্চিত করতে হবে।”

