নৈনিতাল, ১০ ডিসেম্বর (হি.স.): ন্যাশনাল ব্যাঙ্কিং এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৪ পেয়েছে নৈনিতাল ব্যাঙ্ক লিমিটেড। নৈনিতাল ব্যাঙ্কের কর্মকর্তা নিখিল মোহন মুম্বইয়ের ‘দ্য ক্লাব’-এ আয়োজিত এক অনুষ্ঠানে এই পুরস্কার গ্রহণ করেন।
জানা গেছে যে, আর্থিক অন্তর্ভুক্তি বিভাগে এই পুরস্কার পেয়েছে ব্যাঙ্কটি। ব্যাঙ্কের কর্মকর্তারা জানান, এই পুরস্কার সমাজের প্রতি তাঁদের পরিশ্রম ও অঙ্গীকারের প্রতীক। এই পুরস্কার শুধু সংশ্লিষ্ট ব্যাঙ্কের জন্যই নয়, সামগ্রিকভাবে ওই অঞ্চলের জন্যও গর্বের মুহূর্ত বলে জানানো হয়েছে ব্যাঙ্কের তরফে।