বেঙ্গালুরু, ১০ ডিসেম্বর (হি.স.): কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এস এম কৃষ্ণর প্রয়াণে শোকের আবহ কর্ণাটকে। এস এম কৃষ্ণের মৃত্যুতে কর্ণাটক সরকার ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বুধবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। এই তিন দিন কোনও উদযাপন ও অনুষ্ঠান অনুষ্ঠিত হবে না। মঙ্গলবার বেঙ্গালুরুর বাসভবনে এস এম কৃষ্ণর মরদেহ শায়িত থাকে, সেখানেই তাঁকে শেষশ্রদ্ধা জানানো হয়।
কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও প্রবীণ বিজেপি নেতা বি এস ইয়েদুরাপ্পা এদিন বলেছেন, “এস এম কৃষ্ণ বেশ কয়েকটি পদে দায়িত্ব পালন করেছেন। এস এম কৃষ্ণর প্রচেষ্টার কারণে, বেঙ্গালুরু শহর একটি উন্নয়ন নগরীতে পরিণত হয়েছে। তিনি তাঁর কাজের জন্য স্মরণীয় হয়ে থাকবেন। তিনি ছিলেন একজন মহান ব্যক্তি।” কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার বলেছেন, “আগামীকাল সকাল ৮টা পর্যন্ত, প্রত্যেককে বেঙ্গালুরুতে তাঁর বাসভবনে শেষ শ্রদ্ধা জানানোর অনুমতি দেওয়া হয়েছে। আগামীকাল সকাল ৮টায় তাঁর মৃতদেহ নিজের জন্মস্থান মাদ্দুরে নিয়ে যাওয়া হবে। সাড়ে দশটায় আমরা মাদ্দুরে পৌঁছে যাব। বিকাল ৩টা পর্যন্ত সবাই শেষবারের জন্য দেখা করার সুযোগ পাবেন, বিকাল ৪টায় পারিবারিক আনুষ্ঠানিকতা ও শেষকৃত্য অনুষ্ঠিত হবে।”