আগরতলা, ৯ ডিসেম্বর: রাজ্য সরকার প্রতিটি বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে সেই প্রতিশ্রুতি কতটা বাস্তবায়িত হচ্ছে তা নিয়ে সংশয় বাড়ছে। বাস্তব পরিস্থিতির খতিয়ে দেখতে বামুটিয়া ও বড়জলা এলাকা পরিদর্শন করলেন বিধায়ক সুদীপ সরকার ও নয়ন সরকার।
আজ আগরতলা পুর নিগমের দুই নম্বর ওয়ার্ডের বিভিন্ন সমস্যা হলে সরজমিনে খতিয়ে দেখতে গেলেন এলাকার বিধায়ক সুদীপ সরকার এবং নয়ন সরকার। এদিন নিগমের ২ নং ওয়ার্ডে প্রত্যেকের বাড়িতে গিয়ে তাদের সমস্যা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন তিনি।
এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক সুদীপ সরকার বলেন, রাজ্য সরকার যেসব প্রতিশ্রুতি দিচ্ছে বাস্তবে সে এসব প্রতিশ্রুতি বাস্তবায়িত হচ্ছে না। প্রতি ঘরে ঘরে প্রতিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার কথা থাকলেও বাস্তবে মানুষের বাড়িতে পানীয় জল পৌঁছে নি। ব্যর্থতার অভিযোগ এনে সরকার ও প্রশাসনের তিনি সমালোচনা করেন।

