আগরতলা, ৯ ডিসেম্বর : উদয়পুরে গণতন্ত্র মৃত। উদয়পুরে সিপিএম এর প্রচারসজ্জা দুর্বৃত্তদের দ্বারা নিশ্চিহ্ন হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে এভাবেই খুব প্রকাশ করেন জনৈক সিপিআইএম নেতৃত্ব।
প্রসঙ্গত, উদয়পুরে সিপিআইএম এর প্রচারসজ্জা নিশ্চিহ্ন করে দিয়েছে দুষ্কৃতিরা। ইতিমধ্যে সামাজিক মাধ্যমে এই ঘটনার বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে। ঘটনার পেছনে করা রয়েছে, সে সম্পর্কে এখনো জানা না গেলেও ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন সিপিআইএম নেতৃত্বরা।
সাংবাদিক সম্মেলনের মাধ্যমে স্থানীয় সিপিআইএম নেতৃত্বরা জানিয়েছেন, গতকাল রবিবার দলীয় কর্মীরা শহরের বিভিন্ন এলাকায় প্রচারসজ্জা লাগানোর কাজ করেছিল। রাতের আঁধারে উদয়পুরের বেশ কিছু এলাকায় লাগানো ফ্ল্যাগ, ফেস্টুন, ব্যানার ইত্যাদি ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা। তাই প্রচারসজ্জা নষ্টে জড়িত দুষ্কৃতীদের চিহ্নিত করে উচিত শাস্তি দেওয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন তারা।