মুম্বই, ৯ ডিসেম্বর (হি.স.): মুম্বইয়ের যোগেশ্বরী সেতুতে আগুনে পুড়ল একটি গাড়ি। সোমবার দুপুরে ব্যস্ততম যোগেশ্বরী সেতুতে একটি গাড়িতে আগুন ধরে যায়, মুহূর্তের মধ্যেই সেই আগুন বিধ্বংসী রূপ নেয়। সেতুর ওপরে দাউদাউ করে জ্বলতে থাকে আগুন, কালো ধোঁয়ায় চারিদিক ঢেকে যায়। গাড়ির ভিতরে যাঁরা ছিলেন, তাঁরা আগুন লাগা মাত্রই বেরিয়ে আসেন।
পুলিশ জানিয়েছে, সোমবার দুপুরে ব্যস্ততম যোগেশ্বরী সেতুতে একটি গাড়িতে আগুন ধরে যায়। অল্প সময়ের মধ্যেই সেই আগুন ভয়াবহ রূপ নেয়। চারিদিক কালো ধোঁয়ায় ঢেকে যায়। এই ঘটনায় কেউ হতাহত হননি। তবে, সেতুতে যানবাহন চলাচল অনেকক্ষণ বন্ধ থাকে।

