আজমের, ৯ ডিসেম্বর (হি. স.) : রাজস্থানের আজমেরে জেল চত্বর থেকে একটি ড্রোন উদ্ধারের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে জেল সুপার ঘটনাস্থলে পৌঁছে সিভিল লাইন থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং জেল প্রশাসনের অভিযোগের ভিত্তিতে ড্রোনটি বাজেয়াপ্ত করে তদন্ত শুরু করেছে।
সোমবার জেল চত্বরের একটি জায়গা থেকে একটি ছোট ড্রোন দেখতে পান এক সাফাই কর্মী। বিষয়টি জেলের আধিকারিকদের জানানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেন জেল সুপার । খবরে পেয়ে সিভিল লাইন থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন করে। জেল প্রশাসন ড্রোনটি সিভিল লাইন থানায় হস্তান্তর করেছে। এই বিষয়ে থানায় অভিযোগও জানানো হয়েছে। কীভাবে ড্রোনটি জেল চত্বরে পৌঁছল তা খতিয়ে দেখবে পুলিশ।