নয়াদিল্লি, ৯ ডিসেম্বর (হি.স.): সপ্তাহের প্রথমে বোমাতঙ্ক দিল্লিতে। রবিবার ছুটির পরে সোমবার স্কুল খুলতেই রাজধানীর কিছু স্কুলে বোমা রাখা আছে বলে খবর ছড়ায়। সঙ্গে সঙ্গে পড়ুয়াদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। পুলিশ এবং দমকলকর্মীরা এসে তল্লাশি করে স্কুল চত্বরে। পরে জানা যায়, ভুয়া মেলের জেরে ৪৪টি স্কুলে হয়েছিল এই বোমাতঙ্ক।
দিল্লিতে সাম্প্রতিক অতীতে আরও একাধিকবার স্কুলে বোমাতঙ্ক দেখা গিয়েছে। তা সত্বেও সোমবার ইমেল পেয়ে স্কুলগুলোয় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাতসকালে স্কুলে পৌঁছে গিয়েছিল বহু পড়ুয়া। অভিভাবকদের হাত ধরে স্কুলে ঢুকছিল অনেকেই। সকালের প্রার্থনার প্রস্তুতি নিচ্ছিলেন শিক্ষকরা। ঠিক সেই সময়েই একাধিক স্কুলে মেল আসে। ইংরেজিতে লেখা মেলে মর্মার্থ, “বোমা পুঁতে রেখেছি স্কুলের ভিতর। ছোট্ট ছোট্ট বোমা, খুব ভাল করে লুকোনো রয়েছে। বিল্ডিংয়ের বেশি ক্ষতি হবে না, কিন্তু বোমা যদি ফাটে বহু মানুষ আহত হবে। যদি ৩০ হাজার ডলার না পাই, আমি সব বোমা ফাটিয়ে দেব!”
বোমাতঙ্ক ছড়িয়ে পড়ায় বাড়ি পাঠিয়ে দেওয়া হয় বিভিন্ন স্কুলের পড়ুয়াদের। দমকল কর্মীরা ডগ স্কোয়াড এবং বোমা নিষ্ক্রিয় করার বিশেষ দল নিয়ে পৌঁছে যান নানা স্কুলে। স্থানীয় পুলিশও সেখানে যায়। তবে তল্লাশি চালিয়ে এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। কে ইমেল পাঠিয়েছে, সেই ব্যক্তির খোঁজ করছে পুলিশ।
প্রসঙ্গত, চলতি বছরে একাধিকবার দিল্লি, নয়ডার বিভিন্ন স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল। আগস্ট মাসে রাজধানীর হাসপাতাল, শপিং মল মিলিয়ে শতাধিক বোমা বিস্ফোরণের ভুয়া মেল আসে।