সোমবার রাজস্থান ও হরিয়ানা যাচ্ছেন প্রধানমন্ত্রী, দুই রাজ্যে রয়েছে একগুচ্ছ কর্মসূচি

নয়াদিল্লি, ৮ ডিসেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার (৯ ডিসেম্বর) রাজস্থান ও হরিয়ানা সফরে যাচ্ছেন। এই দুই রাজ্যে বেশ কিছু কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী মোদীর। প্রধানমন্ত্রী মোদী প্রথমে রাজস্থানের জয়পুর যাবেন, সেখানে সকাল সাড়ে দশটায় তিনি জয়পুর এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে রাইজিং রাজস্থান গ্লোবাল ইনভেস্টমেন্ট সামিট ২০২৪-এর উদ্বোধন করবেন।

তারপরে প্রধানমন্ত্রী মোদী হরিয়ানার পানিপথে যাবেন এবং দুপুর ২টো নাগাদ তিনি এলআইসি-এর বীমা সখী যোজনার সূচনা করবেন এবং মহারানা প্রতাপ উদ্যানবিদ্যা বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।