আস্থা সামাজিক সংস্থার উদ্যোগে আয়োজিত রক্তদান শিবির প্রশংসা করলেন অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৮ ডিসেম্বর:
আজ উদয়পুর পুর পরিষদের ১৯নং ওয়ার্ডের অন্তর্গত ভাঙ্গারপাড় ” আস্থা সামাজিক সংস্থার” উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহ রায়। এছাড়াও উপস্থিত ছিলেন গোমতি জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায় , উদয়পুর পৌর পরিষদের পৌরপিতা শীতল চন্দ্র মজুমদার, খিলপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান নিয়তি দাস ছাড়াও বিভিন্ন সমাজসেবীরা।

এই রক্তদান শিবিরে ৩০ জন রক্তদাতা রক্তদান করেছেন।
এই রক্তদান উৎসবকে কেন্দ্র করে এলাকার বাচ্চাদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও উদয়পুর পৌর পরিষদের অন্তর্গত ১৯ নং ওয়ার্ড এলাকার সম্মানীয় শিক্ষক শ্রী অনুপ সরকার মহোদয় কে রক্তদানের কাজে বিশেষ অবদান রাখার জন্য সংস্থার পক্ষ থেকে সম্মাননা জ্ঞাপন করা হয়।

মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় সংস্থার এক বছরের বিভিন্ন কার্যক্রম দেখে প্রশংসা করেছেন। তিনি তার বক্তব্যে রক্তদানের গুরুত্ব ও উপকারিতা সম্পর্কে আলোচনা করেছেন। যেসব রক্তদাতারা রক্তদান করেছেন তাদেরকেও তিনি তার বক্তব্যের মাধ্যমে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। এছাড়াও অতিথিরা তাদের বক্তব্যে সংস্থার এই মহতী উদ্যোগের জন্য সংস্থার প্রশংসা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *