মুম্বই, ৮ ডিসেম্বর (হি.স.): অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বর্ষীয়ান পরিচালক সুভাষ ঘাই। শনিবার রাতে শারীরিক দুর্বলতা ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হন তিনি। আপাতত সুস্থ রয়েছেন পরিচালক, এমনটাই জানা গিয়েছে হাসপাতাল সূত্রে। যদিও সুভাষ ঘাইয়ের ম্যানেজার জানিয়েছেন, গুরুতর কিছু নয়, রুটিন চেক আপের জন্যই হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।
প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সুভাষ ঘাইকে শনিবার বান্দ্রার লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে, কথা বলতে সমস্যা এবং স্মৃতিশক্তি হ্রাসের কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যাচ্ছে। হাসপাতাল সূত্রের খবর, “সুভাষ ঘাই কথা বলতে অসুবিধার সম্মুখীন হচ্ছিলেন, এছাড়াও স্মৃতিশক্তি হ্রাসের কারণে লীলাবতী হাসপাতালে ভর্তি হন।”