নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৭ ডিসেম্বর:
দক্ষিণ ত্রিপুরা জেলা স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ের কনফারেন্স হলে আজ থেকে যক্ষ্মা রোগের বিভিন্ন নিরাময়ের নিরিখে একশো দিনের লক্ষ্য মাত্রা নিয়ে কাজ শুরু হয়, চলবে আগামী ২৪ শে মার্চ ২০২৫ ইং পর্যন্ত।
২০২৩ সালে দক্ষিণ জেলা ১১২টি পঞ্চায়েতকে টিভি মুক্ত পঞ্চায়েত হিসেবে শংসাপত্র দেওয়া হয়। সেই লক্ষ্যে ২০২৪ সালেও আশা কর্মীরা বিভিন্ন পঞ্চায়েতের বাড়ি বাড়ি গিয়ে যক্ষা রোগী সনাক্তকরণের জন্য কাজ করবেন। এই ১০০ দিনের মধ্যে এই কাজ সম্পূর্ণ করবেন আশা কর্মীরা। এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত , এছাড়াও উপস্থিত ছিলেন বিলোনিয়া পুর পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্র গোপ জেলা স্বাস্থ্য আধিকারীক জ্যোতির্ময় দাস সহ অন্যান্য অতিথিগণ ।