যক্ষ্মার বিরুদ্ধে লড়াই আরও মজবুত হল, বিশেষ অভিযান প্রসঙ্গে প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৭ ডিসেম্বর (হি.স.): টিবি মুক্ত ভারতের লক্ষ্যে শনিবার হরিয়ানার পঞ্চকুলায় ১০০ দিনের বিশেষ অভিযানের সূচনা করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী জে পি নাড্ডা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স বার্তায় এই অভিযানকে স্বাগত জানিয়ে লিখেছেন, এর ফলে টিবি-র বিরুদ্ধে আমাদের লড়াই আরও মজবুত হবে। বহুমাত্রিকভাবে এই লড়াই চলছে । টিবি রোগীদের সহায়তা দ্বিগুণ করা হচ্ছে । এই অভিযানে সাধারণ মানুষকেও অংশগ্রহণ করতে উৎসাহিত করা হচ্ছে । টিবির নতুন ওষুধ প্রয়োগ করা হচ্ছে । এই অভিযানে প্রযুক্তি ও আধুনিক সরঞ্জামের সাহায্যে নেওয়া হচ্ছে । দেশবাসীকে এই অভিযানে সর্বতো ভাবে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী এক্স-এ লিখেছেন, আমাদের সন্মিলিত চেতনার মাধ্যমে যক্ষ্মাকে পরাস্ত করতে, একটি বিশেষ ১০০ দিনের প্রচারাভিযান শুরু হচ্ছে দেশের উচ্চ যক্ষ্মাপ্রবণ জেলাগুলিকে মাথায় রেখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *