মুম্বই, ৭ ডিসেম্বর (হি.স.): বিশেষ অধিবেশন বসলো মহারাষ্ট্র বিধানসভায়। শনিবার মহারাষ্ট্র বিধানসভার বিশেষ অধিবেশনে বিধায়ক হিসেবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস এবং দুই উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও অজিত পওয়ার। তাঁদের শপথবাক্য পাঠ করিয়েছেন প্রোটেম স্পিকার কালিদাস সুলোচনা কোলাম্বকার।
শনিবার থেকে শুরু হওয়া মহারাষ্ট্র বিধানসভার এই অধিবেশন চলবে ৩-দিন। মোট ২৮৮ জন বিধায়ক হিসেবে শপথ নেবেন। মহারাষ্ট্ৰ বিধানসভার অধ্যক্ষ নির্বাচন হবে আগামী ৯ ডিসেম্বর, সোমবার।

