আগরতলা, ৬ ডিসেম্বর: চার দফা দাবি আদায়ের লক্ষ্যে ত্রিপুরা জন অধিকার সংগ্রাম পরিষদের তরফ থেকে পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছে।
এদিন সংগঠনের এক কর্মী বলেন,গত ২৫ আগস্ট রানিরবাজার থানাধীন কৈতরাবাড়ি এলাকার স্থানীয়রা দীর্ঘ ৩৫ বছরের পুরনো মন্দিরে কালী মূর্তি ভাঙ্গার জেরে দুই গোষ্ঠীর মধ্যে সংর্ঘষ শুরু হয়েছিল। পরবর্তী সময়ে দুষ্কৃতীরা সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা চালায়। ওই আক্রমনে একাধিক বাড়িঘরে অগ্নি সংযোগ, লুটপাট, গাড়ি ভাঙচুর করা হয়েছে। কিন্তু দু:খের বিষয় চার মাস অতিক্রান্ত হলেও ক্ষতিগ্রস্তরা অস্থায়ী শিবিরে বসবাস করছেন। এখন পর্যন্ত সরকারের তরফ থেকে শুধু ১২ হাজার টাকা প্রদান করা হয়েছে। ১২ হাজার টাকার নতুন করে ঘরবাড়ি করা সম্ভব নয়। তাই আজ পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের নিকট ডেপুটেশন করা হয়েছে।
তাদের দাবি, অতিসত্বর ক্ষতিগ্রস্তদের ১০ লক্ষ টাকা প্রদান, সরকারের তরফ থেকে নতুন ঘর নির্মাণ করা সহ চার দফা দাবি জানানো হয়েছে।