কনৌজ, ৬ ডিসেম্বর (হি.স.): উত্তর প্রদেশের কনৌজে লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে ডাবল ডেকার বাস ও ট্যাঙ্কারের সংঘর্ষে প্রাণ হারালেন ৮ জন। ভয়াবহ এই দুর্ঘটনায় কমবেশি আহত হয়েছেন আরও ১৯ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার একটি ডাবল ডেকার বাস ও জলের ট্যাঙ্কারের মধ্যে সংঘর্ষ হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সুপার (এসপি) অমিত কুমার বলেছেন, “শুক্রবার লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে একটি বাস এবং একটি জলের ট্যাঙ্কারের সংঘর্ষ হয়েছে। বাসটি লখনউ থেকে দিল্লি যাচ্ছিল, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ৮ জন এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এবং আহত ১৯ জনের চিকিৎসা চলছে সাইফাই মেডিকেল কলেজে।”