কল্যাণপুর, ৫ ডিসেম্বর : তেলিয়ামুড়া মহকুমার কৃষ্ণপুর, বাগবের, দক্ষিণ ঘিলাতলি , উত্তর মহারানীপুর সহ বিভিন্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডব নতুন কোন ঘটনা না। তবে প্রতিনিয়ত সরকারের ঘোষিত বিভিন্ন প্রকারের পদক্ষেপের পরেও এভাবে জনজীবনের ওপর হাতির তাণ্ডব নিশ্চিতভাবে ক্রমান্বয়ে আতঙ্ক বাড়িয়ে চলেছে।
এবার সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথেই আজ কল্যাণপুর থানার অন্তর্গত দক্ষিণ ঘিলাতলী গ্রাম পঞ্চায়েতের ছনখলা এলাকার একেবারে শেষ প্রান্তে বন্য দাতাল হাতি প্রবেশ করে। স্বাভাবিক ভাবেই এলাকার মানুষ জনেরা দৌড়ঝাপ শুরু করেন এবং যে যার মত করে ছুটতে থাকেন। একটা সময় সাধারণ মানুষরা নিজেদের মত করে প্রতিরোধ গড়ে তুললে বন্য দাতাল হাতিটি ছনখলা এলাকার সীমা অতিক্রম করে কৃষ্ণপুরের উতলাবাড়ি এলাকাতে প্রবেশ করে তাণ্ডব লীলা শুরু করে এবং জনৈক ব্যক্তির মাটির কোঠা ঘর রীতিমতো ভূপাতিত করে দেয়। খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই বন দপ্তরের কর্মীরা এবং বন মিত্রদের একটা বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছে যায় এবং এলাকাবাসী সহ সম্মিলিত প্রতিরোধ গড়ে তুললে একটা সময়ে হাতিটি জঙ্গলের দিকে গা ঢাকা দেয়।
এদিকে সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন স্তরের কৃষক সহ স্থানীয়দের বক্তব্য হচ্ছে যেভাবে কিছুদিন পরপর হাতি বিভিন্ন এলাকায় প্রবেশ করে কৃষি জাতীয় ফসল নষ্ট করছে কিংবা বাড়ি ঘরের উপর আক্রমণ সংঘটিত করছে, তার পরিপ্রেক্ষিতে গোটা এলাকার আর্থ সামাজিক ব্যবস্থা দারুন ভাবে ব্যাহত হচ্ছে। হাতির সমস্যার স্থায়ী সমাধানে সরকার পরিকল্পনা করে ব্যবস্থা গ্রহণ করুক, এই দাবি আজ আরো একবার সম্মিলিত ভাবেই উঠল।

