জমজমাট ঠান্ডা দিল্লিতে, দূষণ থেকেও কিছুটা স্বস্তি পেল রাজধানী

নয়াদিল্লি, ৫ ডিসেম্বর (হি.স.): ডিসেম্বর মাস পড়তেই জমজমাট ঠান্ডা রাজধানী দিল্লিতে, দূষণ থেকেও কিছুটা স্বস্তি পেয়েছেন দিল্লিবাসী। বৃহস্পতিবার সকালে দিল্লি-এনসিআর অঞ্চলে কনকনে ঠান্ডা অনুভূত হয়েছে, তাপমাত্রার পারদ নেমেছে বেশ কিছুটা। দিল্লিতে বৃহস্পতিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.০ ডিগ্রি সেলসিয়াস। তবে, পুরোপুরি দূষণ থেকে এখনও মুক্তি পেল না দিল্লি। বৃহস্পতিতেও দিল্লির বিভিন্ন প্রান্তে ধোঁয়াশার হালকা আস্তরণ ছিল।

দিল্লির পাশাপাশি শীতের দাপট বাড়ছে উত্তর প্রদেশ, পঞ্জাব ও হরিয়ানাতেও। জমজমাট ঠান্ডা জম্মু ও কাশ্মীর এবং হিমাচল প্রদেশেও। কোথাও কোথাও সকালের দিকে হালকা কুয়াশাও ছিল। আগ্রার তাজমহল এদিন সকালেও কুয়াশার হালকা আস্তরণে ঢেকে যায়। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দেওয়া তথ্য অনুযায়ী, দিল্লিতে এদিন সকালে বাতাসের সামগ্রিক গুণগতমান ছিল ১২৮, যা মাঝারি পর্যায়ে পড়ে। লোধি রোডে একিউআই ছিল ১২৭।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *