নয়াদিল্লি, ৫ ডিসেম্বর : রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন মস্কোয় আয়োজিত পঞ্চদশ ভিটিবি ‘রাশিয়া কলিং’ শীর্ষক এক বিনিয়োগ মঞ্চের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘ভারত প্রথম’ নীতি এবং ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচির প্রশংসা করেন। রাষ্ট্রপতি পুতিন উন্নয়নের জন্য যথাযথ পরিবেশ গড়ে তুলতে ভারতের নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করে বলেন, এই নীতিগুলি ভারতের উন্নয়নে নানাভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
রুশ রাষ্ট্রপতি গুরুত্বের সাথে এও বলেন যে, ‘মেক ইন ইন্ডিয়া’ পদক্ষেপ ভারতে তৈরি পণ্য সামগ্রীর প্রচার ও বিদেশী বিনিয়োগ আকর্ষণ করতে এবং বিশ্ব অর্থনীতিতে ভারতের অবস্থানকে শক্তিশালী করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রধানমন্ত্রী শ্রী মোদীর নেতৃত্বে ভারত অর্থনৈতিক দিক দিয়ে অগ্রগতি করে চলেছে বলে তিনি মন্তব্য করেন। শ্রী পুতিন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের জন্য সুস্থায়ী পরিবেশ তৈরি করতে ভারত সরকারের ভূমিকার প্রশংসা করেন। রুশ রাষ্ট্রপতি ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচিতে ভারত বিশেষ নজর দিয়ে যে অর্থনৈতিক উন্নয়ন ধোতিয়ে চলেছে, সেদিকেও আলোকপাত করেন।
রাষ্ট্রপতি পুতিন ভারতের ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচির সঙ্গে সাযুজ্য রেখে ভারতে উৎপাদন কারখানা স্থাপনের জন্য রাশিয়ার অভিপ্রায়ের কথা ব্যক্ত করেছেন। ভারতে বিনিয়োগ রাশিয়ার পক্ষে লাভজনক হবে বলে তিনি মন্তব্য করেন। জাতীয় স্বার্থে অগ্রাধিকার দিয়ে ভারত সরকার যেভাবে কাজ করছে, সেই দিকটিও উল্লেখ করেন রুশ রাষ্ট্রপতি।
তিনি বলেন, ভারতে উৎপাদন কারখানা স্থাপনের জন্য রাশিয়া প্রস্তুত। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ‘ভারত প্রথম’ নীতি আমাদের অনুপ্রাণিত করেছে। সম্প্রতি রুশ সংস্থা রোশ নেফট ভারতে ২০ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে বলে তিনি জানান।
রাষ্ট্রপতি পুতিন ব্রিকস্ – এর অগ্রগতির প্রেক্ষাপটে রাশিয়ার আমদানী হ্রাস করার কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন। তিনি ব্রিকস্ – এর অংশীদার দেশগুলিকে বর্তমান পরিস্থিতি মূল্যায়ন করার জন্য আহ্বান জানান।