বাংলাদেশে অস্থিরতা, আন্তর্জাতিক বাস পরিষেবায় জোর ধাক্কা

আগরতলা, ৫ ডিসেম্বর : বাংলাদেশে অস্থিরতার জেরে সে দেশের সাথে ভারতের সম্পর্কে উষ্ণতা বেড়েছে। ফলে, ত্রিপুরা থেকে দুই দেশের মধ্যবর্তী বাস পরিষেবায় কিছুটা ভাটা পড়েছে। আগামী শনিবারের জন্য আন্তর্জাতিক বাস সার্ভিসের শ্যামলী পরিবহনের বাসটিতে এখন পর্যন্ত মাত্র ১৭ জনের বুকিং হয়েছে। এ নিয়ে উদ্বিগ্ন শ্যামলী পরিবহনের কর্মীরা।

প্রসঙ্গত, আগরতলা থেকে বাংলাদেশ হয়ে কলকাতাগামী শ্যামলী পরিবহনের বাস বুধবার ও শনিবার অর্থাৎ সপ্তাহে দুই দিন যাতায়াত করে। গত সপ্তাহ থেকে যাত্রীদের সংখ্যা অনেকটা কম ছিল বলে জানান শ্যামলী পরিবহনের ম্যানেজার বিকাশ চক্রবর্তী l তিনি বলেন, বুধবারের তুলনায় শনিবারের যাত্রী সংখ্যা স্বাভাবিক অবস্থায় ফিরছে।

আগামী শনিবার শ্যামলী পরিবহনের বাস আগরতলা থেকে বাংলাদেশ হয়ে কলকাতা যাবে। কিন্তু বাসটিতে এখন পর্যন্ত মাত্র ১৭ জন বুকিং করেছেন। তবে ম্যানেজার বিকাশ চক্রবর্তী যাত্রার পূর্বে বাসটিতে যাত্রী সংখ্যা পরিপূর্ণ হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন।