বক্সনগর স্বাস্থ্য কেন্দ্রের বিএসএনএল নেটওয়ার্কের তার কেটে টুকরো টুকরো, পরিষেবা বিঘ্ন

বক্সনগর প্রতিনিধি, ৫ ডিসেম্বর : কিছুদিন পর পর বক্সনগর স্বাস্থ্য কেন্দ্রের বিএসএনএল নেটওয়ার্কের তার কেটে টুকরো করে দিচ্ছে দুষ্কৃতীরা। ফলে বিঘ্নিত হচ্ছে হাসপাতালের বিভিন্ন পরিষেবা। ভোগান্তির শিকার হচ্ছেন রোগীরা। এমনটাই অভিযোগ করেছেন বিএসএনএল এর ভেন্ডর পারসন বিকাশ ভট্টাচার্য।

প্রসঙ্গত, বর্তমানে তথ্য প্রযুক্তির যুগে ইন্টারনেট ছাড়া জীবন যেন ছন্নছাড়া। তেমনি সরকারি কিংবা বেসরকারি সকল কাজেই অনলাইন সংযোগ প্রয়োজন।

এদিকে, কিছুদিন পরপর বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের বিএসএনএল ইন্টারনেট নেটওয়ার্কের তার রাতের অন্ধকারে কেটে টুকরো করে দেয় দুষ্কৃতীরা। এতে হাসপাতালের ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে যায়। ফলে হাসপাতালে রোগীদের বিভিন্ন অনলাইন কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি হয়। রোগীদের বার্থ সার্টিফিকেট, হেলথ কার্ড, স্বাস্থ্য বীমা কার্ডের পরিষেবা পর্যন্ত এই কারণে বিঘ্নিত হচ্ছে।

হাসপাতাল কর্তৃপক্ষ ও বিএসএনএল কর্মীদের পক্ষ থেকে এই বিষয়টি সম্পর্কে কলমচৌড়া থানা প্রশাসনকে অবগত করা হলেও এই সমস্যার কোনো সুরাহা হয় নি। পুলিশ প্রশাসন তদন্তে ঢিলে ঢালা কাজ করছেন বলেও অভিযোগ উঠছে। এতে কেবল কাটিং সন্ত্রাসীরা রাতের আঁধারে তাদের কাজকর্ম চালিয়ে যাচ্ছে। ফলে বিএসএনএল ভেন্ডর পারসন আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন। তাই এই সমস্যার সমাধান পেতে বিএসএনএল ভেন্ডর পারসন বিকাশ ভট্টাচার্য সাংবাদিকদের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

বিকাশ ভট্টাচার্য বলেন, কিছু দিন পর পর এভাবে তার কেটে নেওয়ার ফলে কোম্পানির আর্থিক ক্ষতির হচ্ছে। এভাবে চলতে থাকলে হাসপাতালের কাজেও বিঘ্ন ঘটবে। তাই সরকার যেন এই সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন, এই অনুরোধ জানান তিনি।