BRAKING NEWS

প্রাইভেট টিউশন থেকে বাড়ি ফেরার পথে মর্মান্তিক মৃত্যু ছাত্রের, আহত দুই

আগরতলা, ৪ ডিসেম্বর: প্রাইভেট টিউশন থেকে বাড়ি ফেরার পথে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক ছাত্রের। ওই ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও দুইজন। বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীনে রয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, বজ সকালে প্রাইভেট টিউশন থেকে একই বাইকে চেপে তিন বন্ধু বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে। নোয়ানিয়ামুড়া এলাকায় আসতে উল্টো দিক থেকে আরেকটি বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে বাইকে থাকা ৩ জনের মধ্যে এক ছাত্রের মৃত্যু হয়েছে। বাকি দুজন গুরুতর আহত অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীনে আছেন।

এদিকে, নিহত এবং আহত ছাত্রদের পরিবারের লোকজন খবর পেয়ে জিবি হাসপাতালে ছুটে গিয়েছেন। নিহত ছাত্রের নাম ইমরান মিয়া। সে দশম শ্রেণির ছাত্র ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *