আগরতলা, ৪ ডিসেম্বর: নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে বুধবার স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার সঙ্গে সাক্ষাৎ করেন দ্যা ইন্ডিয়ান এসোসিয়েশন অব ফিজিওথেরাপিস্ট-র এক প্রতিনিধি দল।
প্রশিক্ষণপ্রাপ্ত জনৈক ফিজিওথেরাপিস্ট জানিয়েছেন, ত্রিপুরায় সর্বশেষ ২০১৭ সালে ফিজিওথেরাপিস্ট নিয়োগ করা হয়েছিল। তারপর থেকে স্বাস্থ্য দপ্তর নতুন কাউকেই ওই পদে নিয়োগ করেনি। ত্রিপুরাতে মোট ২৩টি মহকুমা ভিত্তিক হাসপাতাল রয়েছে। স্বাস্থ্য দফতর থেকে ১১টি শূন্যপদ রয়েছে। তারপরও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেনি। তাই আজ নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার সঙ্গে সাক্ষাৎ করেন দ্যা ইন্ডিয়ান এসোসিয়েশন অব ফিজিওথেরাপিস্ট-র এক প্রতিনিধি দল।
তিনি আরো জানিয়েছেন, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা সকলকেই আশ্বাস দিয়েছেন অতিসত্বর নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে।