আলিয়াঞ্জ, ৪ ডিসেম্বর (হি.স.): মঙ্গলবার আলিয়াঞ্জ এরিনায় ডিএফবি পোকালে বায়ার্ন মিউনিখকে ১-০ গোলে হারাল বেয়ার লেভারকুসেন। ম্যাচের একমাত্র গোলটি করেন নাথান টেল্লার।
১০ জনের বায়ার্নকে হারিয়ে জার্মান কাপের পরের রাউন্ডে পা রাখল লেভারকুসেন। আর শেষ ১৬ থেকে বিদায় নিল বায়ার্ন। ম্যাচের ১৭ মিনিটেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন জার্মান এই গোলরক্ষক নয়ার। ২০০৪ সালে পেশাদার ফুটবলে খেলা এবারই প্রথম লাল কার্ডের তিক্ত অভিজ্ঞতা হল এই জার্মান গোলরক্ষকের। ১০ জনের বায়ার্নকে পেয়ে লেভারকুসেন একের পর এক আক্রমণে গিয়ে ৬৯ মিনিটে টেল্লার গোলে লেভারকুসেনকে হারিয়ে দিয়ে পরের রাউন্ডে চলে যায়। শেষ পর্যন্ত সেই গোল আর শোধ দিতে পারেনি বায়ার্ন। এর ফলে তারা শেষ ১৬ থেকে বিদায় নেয়।