আগরতলা, ৪ ডিসেম্বর : বিদ্যাজ্যোতি প্রকল্পে স্পেশাল এডুকেটর নিয়োগের ক্ষেত্রে স্পেশাল ডি.এড করা বেকারদেরও সুযোগ প্রদানের দাবিতে বুধবার শিক্ষাদপ্তরে ডেপুটেশন প্রদান করেছেন চাকুরীপ্রত্যাশীরা।
ত্রিপুরা রাজ্যে বিদ্যাজ্যোতি প্রকল্পে স্পেশাল এডুকেটর নিয়োগের ক্ষেত্রে স্পেশাল বি.এডদের পাশাপাশি স্পেশাল ডি. এড করা বেকারদেরও যাতে সমান অগ্রাধিকার প্রদান করা হয় এই দাবিতে বুধবার সমস্ত ত্রিপুরা ডিএড স্পেশাল এডুকেটররা শিক্ষাদপ্তরে ডেপুটেশন প্রদান করে।
তারা অভিযোগ করেন, দপ্তরের অধিকর্তার কাছে তারা এসব বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করেছেন। কিন্তু নানা অজুহাতে তাদেরকে কথা বলার পর্যন্ত সুযোগ দেওয়া হচ্ছে না। বুধবার ডেপুটেশন প্রদানকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা জানান তারাও বিদ্যাজ্যোতি স্কুলগুলিতে চাকরি পাওয়ার সমান অধিকারী। তাদেরকে যাতে কোনোভাবেই বঞ্চিত না করা হয় সেই দাবি নিয়ে আজ তারা এদিন ডেপুটেশন প্রদান করেন।