বাহাওয়ালপুর, ৪ ডিসেম্বর (হি.স.) : পাকিস্তানের পঞ্জাব প্রদেশের বাহাওয়ালপুর শহরের মডেল অ্যাভিনিউ এলাকার একটি বাড়ি থেকে স্বামী, স্ত্রী ও তাদের তিন ছেলের দেহ পাওয়া গেছে। কাশিফ বালুচ ও তাঁর পরিবারের সদস্যরা আত্মহত্যা করেছে, নাকি তাদের খুন করা হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, রুমে পাওয়া পিস্তলটির ফরেনসিক পরীক্ষা করা হবে। মঙ্গলবার এই ঘটনা ঘটে। পরিবারের ছোট মেয়েকে অচেতন অবস্থায় পাওয়া গেছে। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বেলুচের ভাই বলেন, তার বড় ভাই আত্মহত্যা করবে বলে তিনি বিশ্বাস করতে পারছেন না। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে রক্তের দাগ পাওয়ায় রহস্য আরও গভীর হয়েছে।
প্রসঙ্গত, এই ঘটনার কিছুদিন আগে লাসবেলা ব্রিজের কাছে দুটি প্লাস্টিকের ব্যাগে মানুষের দেহাবশেষ পাওয়া যায়। এরপর একটি বাড়িতে পাঁচটি দেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ এই মামলার তদন্তে ব্যস্ত ছিল। পুলিশ জানিয়েছে, ব্যাগে মানবদেহ পাওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দেহাবশেষ থেকে মাথা উধাও। উল্লেখ্য, সোমবার করাচির কসবা কলোনির পারাচা কবরস্থানের কাছেও মানুষের দেহাবশেষ পাওয়া গেছে। কয়েকদিন আগে একই এলাকার ড্রেনের কাছে এক মহিলার কাটা মাথা উদ্ধার করে পুলিশ।