নয়াদিল্লি, ৪ ডিসেম্বর (হি.স.): দিল্লির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বুধবার বিক্ষোভ প্রদর্শন করল আম আদমি পার্টি (এএপি)। এএপি নেতারা এদিন দিল্লির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দিল্লি বিধানসভার বাইরে বিক্ষোভ প্রদর্শন করেন। কেন্দ্র ও বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানান তাঁরা। আইনশৃঙ্খলা পরিস্থিতি ও একই পরিবারের ৩ জনকে খুন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী অতিশী বলেছেন, “বুধবার সকালে নেব সরাইতে একই পরিবারের ৩ জনকে খুন করা হয়েছে। মাত্র কয়েকদিন আগে প্রকাশ্য দিবালোকে দুই পুলিশ সদস্যকে খুন করা হয়েছিল। দিল্লিতে বিজেপির একটাই দায়িত্ব, তা হল মানুষের নিরাপত্তা দেওয়া। তবে এটা স্পষ্ট যে কেন্দ্রীয় সরকার নিজস্ব দায়িত্ব পালনে পুরোপুরি ব্যর্থ হয়েছে।”