সংবাদমাধ্যমে মতামত দেওয়ায় চিনা সংস্থার মামলা, প্রতিবাদ বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশনের 

ঢাকা, ৩ ডিসেম্বর (হি.স.): উপভোক্তা অধিকার নিয়ে কাজ করে থাকে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন। চিনের প্রতিষ্ঠান হুয়াওয় নিয়ে সংবাদমাধ্যমে মন্তব্য করায় বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে চিনের ওই সংস্থা। এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

প্রতিবাদ জানিয়ে সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, একটি সংবাদমাধ্যমের সাংবাদিক জানতে চেয়েছিলেন, টেলিটকের ৫জি প্রকল্পে দুর্নীতি সম্পর্কে আমাদের বক্তব্য কী? এ সম্পর্কে সংগঠনের সভাপতি হিসেবে আমি তাদের বলি, আমরা বিভিন্ন মাধ্যমে এ ধরনের কথা শুনছি তাই বিষয়টি সরকার তদন্ত করে দেখতে পারে। গুণগত মানসম্পন্ন ইকুইপমেন্ট দেওয়া হচ্ছে কিনা সেটি তদারকির জন্য বিটিআরসির প্রতি অনুরোধ জানাই। এছাড়া অন্য কোনও সংবাদমাধ্যমে কোনও বক্তব্য না দেওয়া সত্ত্বেও চিনের প্রতিষ্ঠানটি বারংবার দাবি করে যাচ্ছে যে অন্যান্য বিভিন্ন সংবাদমাধ্যমে আমি বক্তব্য জানিয়েছি। যা সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি এও বলেন, প্রতিষ্ঠানটি নিজেদের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠান বললেও একজন উপভোক্তা অধিকার কর্মীর বিরুদ্ধে মিথ্যা মানহানিকর অপপ্রচারমূলক বিজ্ঞাপন বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশ করেছে মোটা অর্থের বিনিময়ে। এই ধরনের অসৌজন্য মূলক আচরণের তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ। যদিও এই বিষয়ে সংশ্লিষ্ট সংস্থার তরফে কোনও বক্তব্য জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *