বাংলাদেশ প্রসঙ্গে মুখ খুললেন অখিলেশ, বললেন বিষয়টি ভারত সরকারের দেখা উচিত

নয়াদিল্লি, ৩ ডিসেম্বর (হি.স.): বাংলাদেশ প্রসঙ্গে অবশেষে মুখ খুললেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। অখিলেশের মতে, এই বিষয়টি ভারত সরকারের দেখা উচিত। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নিপীড়নের ঘটনা দিন দিন বেড়েই চলেছে। আক্রান্ত হচ্ছেন সন্ন্যাসীরা, প্রতিবাদে ভারতের বিভিন্ন রাজ্যে চলছে বিক্ষোভ।

এ প্রসঙ্গে মঙ্গলবার সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অখিলেশ যাদব বলেছেন, “এ বিষয়ে ভারত সরকারের চিন্তাভাবনা করা উচিত, এমনটা হওয়া উচিত নয়। যদি তাঁরা আমাদের সাধুদের সম্মান করতে না পারে তবে তাঁরা কীভাবে একটি শক্তিশালী সরকার বলে দাবি করতে পারে।”