ছয় বছরের শিশু কন্যা ধর্ষনকান্ডে অভিযুক্তকে ২০ বছরের সশ্রম কারাদন্ডের আদেশ

বিলোনিয়া, ৩ ডিসেম্বর: ছয় বছরের শিশু কন্যা ধর্ষনকান্ডে অভিযুক্ত সজল দেকে বিষ বছরের কারাদণ্ডে দণ্ডিত করলো বিলোনিয়া বিশেষ আদালত। ষোল জনের সাক্ষ্য বাক্য গ্ৰহনের পর অভিযুক্ত সজল দে-কে পস্কো মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর বিলোনিয়া বিশেষ আদালতের স্পেশাল জজ গোবিন্দ দাস মঙ্গলবার বিকেল চারটা নাগাদ কুড়ি বছরের কারাদণ্ডের সাজার রায় ঘোষণা করেন। পাশাপাশি দশ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে দুই মাসের কারাদণ্ডাদেশ দেন আদালতের স্পেশাল জজ।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, সজল দে-র বাড়ি রাজনগর পিআর বাড়ি থানাধীন রাধানগর এলাকায়। কলেজে পড়ার সুবাদে সজল দে বিলোনিয়া থানাধীন এলাকাতে এক বাড়িতে ভাড়া থাকতো। সেই বাড়িতে ভাড়া থাকতো এক পরিবার। এই পরিবারের ছয় বছরের ও তিন বছরের শিশু কন্যা রয়েছে। জানা যায় গত ২০২৩ সালের অক্টোবর মাসের সতের তারিখ সকালে পরিবারের লোকজনের অনুপস্থিততে চকলেট চিপস ও মোবাইলের লোভ দেখিয়ে সজল দে দুই শিশু কন্যাকে ডেকে ঘরে নিয়ে যায় । এরপর ছয় বছরের শিশু কন্যাকে মোবাইলে অশ্লীল ভিডিও দেখিয়ে তিন বছরের শিশু কন্যার সামনে ধর্ষণ করে। বাড়িতে মা আসার পর তিন বছরের শিশু কন্যা হঠাৎ করে বিভিন্ন অঙ্গভঙ্গিতে মাকে জানিয়ে দেওয়ার পর, তখন ছয় বছরের শিশু কন্যাকে জিজ্ঞাসাবাদ শুরু করতেই স্বিকার করে। এবং দুই শিশুর মা আরো জানতে পারেন শুধু একদিন নয় এইরকম বহুদিন সজল দে অপকর্ম করেছে এই দুই শিশুর সাথে। সব ঘটনা জানতে পেরে অবশেষে দুই শিশু কন্যার মা বিচার চেয়ে বিলোনিয়া মহিলা থানাতে দ্ধারস্থ হয়ে সজল দের বিরুদ্ধে ধর্ষনের মামলা দায়ের করে। পরবর্তী সময়ে অভিযুক্ত সজল দে-কে গ্ৰেপ্তার করার পর তদন্তকারী অফিসার আদালতে চার্জশিট দাখিল করে। সেই মূলে আদালত সজল দে-কে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন। সরকার পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবি স্পেশাল পিপি এডভোকেট প্রভাত দত্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *