শ্রীশ্রী রুদ্রচন্ডী মহাযজ্ঞের সূচনা উপলক্ষ্যে মাতাবাড়ি সংলগ্ন মধ্যপাড়াতে বর্ণাঢ্য শোভাযাত্রা

আগরতলা, ৩ ডিসেম্বরঃ নয় দিনব্যাপী  শ্রীশ্রী রুদ্রচন্ডী মহাযজ্ঞের সূচনা উপলক্ষ্যে মঙ্গলবার বারানসীর শিবগঙ্গা সাবিত্রী জনকল্যাণ সংস্থার উদ্যোগে উদয়পুর মাতাবাড়ি সংলগ্ন মধ্যপাড়াতে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে মঙ্গল কলস যাত্রা ও পুজণ।  

সকাল দশটায়  পবিত্র মন্ত্রোচ্চারণে  প্রায় সহস্রাধিক ভক্ত ও শ্রদ্ধালু অনুরাগীর উপস্থিতিতে সুবিশাল শোভাযাত্রা সহকারে এই কলস যাত্রার আনুষ্ঠানিক সুচনা করেন  সাধক শিরোমণি শ্রী শ্রী ১০০৮ বৌরাহা বাবা। সুসজ্জিত হাতির সাথে ব্যান্ড পার্টি সহযোগে এই মঙ্গল কলস যাত্রায় কাশী থেকে আগত প্রায় ২২ জন পন্ডিত ও পুরোহিত অংশ নেন।  স্থানীয় কল্যাণ সাগরে গঙ্গাপূজা, গঙ্গা আবাহন এর পর আরতি ও মন্ত্রোচ্চারণ এর মাধ্যমে মঙ্গলঘট নিয়ে শোভাযাত্রাটি মাতা ত্রিপুরা সুন্দরীর গর্ভগৃহ পরিক্রমা, ও পুজা অর্চনার পর মহাযজ্ঞ স্থলের মন্ডপে প্রবেশ করে।

প্রায় আড়াই ঘন্টার বেশী সময় ধরে চলে  পুরো অনুষ্ঠানের এই ক্রিয়াকর্ম  । এরপর মঙ্গলঘট হাতে পুন্যার্থীরা শ্রীশ্রী রুদ্রচন্ডী মহাযজ্ঞস্থল পরিক্রমা করে মন্ডপে কলস স্থাপন করেন। দ্বিতীয় পর্বে  মহাযজ্ঞস্থলে শুরু হয়  পন্ডিত ও পুরোহিতদের দ্বারা ধর্মীয় আচার অনুষ্ঠান। বুধবার ৪ তারিখ ভোরে  শুরু হবে মহাযজ্ঞের অগ্নিপ্রজ্জ্বলন। সেই থাকে আগামী  বুধবার ১১ ডিসেম্বর বেলা ১২ টা পর্যন্ত চলবে  শ্রীশ্রী রুদ্রচন্ডী মহাযজ্ঞ। যজ্ঞে মোট ২১ লক্ষ আহুতি  দেওয়া হবে, যা এই রাজ্যে প্রথম। বারানসি অশীঘাট, শিবগঙ্গা সাবিত্রী জনকল্যাণ সংস্থার তরফে এ-ই  মহাযজ্ঞে অংশগ্রহণ করার জন্য রাজ্যবাসীর প্রতি আহবান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *