ছাত্রছাত্রীদের সমাগমে বিদ্যা ফাস্ট ২০২৪ -এর দ্বিতীয় দিনের আয়োজন জমজমাট

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১ ডিসেম্বর:
খোয়াই জেলাতে শুরু হয়েছে ত্রিপুরা রাজ্যের মধ্যে প্রথমবারের মতো বিদ্যা ফাস্ট ২০২৪ -এর আসর। কল্যাণপুরের লোটাস কমিউনিটি হলে জেলাভিত্তিক দ্বিতীয় দিনের আয়োজন পরিলক্ষিত হয়। এই আয়োজনে জেলার প্রায় প্রতিটা বিদ্যাজ্যোতি স্কুলের ছাত্র-ছাত্রীরা নিজ নিজ বিভাগের রচনা লেখা প্রতিযোগিতা, কবিতা লেখার প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, ক্যুইজ প্রতিযোগিতা ইত্যাদি বিষয়ে উৎসাহের সাথে অংশগ্রহণ করে।

কল্যাণপুরের লোটাস কমিউনিটি হলের আজকের এই আয়োজনে জেলার খোয়াই, কল্যাণপুর, তেলিয়ামুড়া ইত্যাদি এলাকার বিদ্যাজ্যোতি স্কুলের ছাত্র-ছাত্রী এবং সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকাদের উপস্থিতি সহ তৎপরতা ছিল লক্ষণীয়। বিশেষ করে যেখানে সামাজিক মাধ্যমের নেতিবাচক প্রভাবের পরিপ্রেক্ষিতে কুইজ কম্পিটিশন, বিতর্ক প্রতিযোগিতা সহ লেখালেখির অভ্যাস ইত্যাদি প্রায় লুপ্ত হতে চলেছে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে বিদ্যা ফেস্টের আয়োজনের মঞ্চে এই প্রকারের উদ্যোগ নিঃসন্দেহে শুভ বুদ্ধি সম্পন্ন অংশের প্রশংসা কুরিয়েছে।

আজকের এই আয়োজনে গোটা জেলার বিভিন্ন স্তরের শিক্ষা দপ্তরের আধিকারিকদের সাথে জেলার জেলাশাসক, অতিরিক্ত জেলা শাসক প্রমুখদের উপস্থিতি গোটা আয়োজনকে অন্য মাত্রা দান করেছে।
সত্যি সত্যি যেখানে দাঁড়িয়ে আমরা সামাজিক মাধ্যমের দৌলতে নবীন প্রজন্ম, যুব প্রজন্মরা দিশাহীন হয়ে যাচ্ছে বলে দাবি করি, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে যখন এই নবীন প্রজন্মের প্রতিনিধিদের দ্বারা আয়োজিত অনুষ্ঠান থেকেই আমাদের বিতর্ক প্রতিযোগিতা, কুইজ কম্পিটিশন ইত্যাদিকে গুরুত্ব দেওয়ার বার্তা বারবার ধ্বনিত প্রতিধ্বনিত হয় তখন সত্যিই এই প্রকারের আয়োজন যে সাফল্যমন্ডিত হয় তা নিয়ে বিন্দুমাত্র দ্বিধা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *