ওয়ারাঙ্গল, ১ ডিসেম্বর (হি.স.) : তেলঙ্গানার মুলুগু জেলায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হয়েছেন সাত নকশাল। নিহতদের মধ্যে রয়েছেন এক শীর্ষ নকশাল নেতা। পুলিশ জানিয়েছে, রবিবার ভোরে তল্লাশি শুরু করে বাহিনী। জঙ্গলে নকশালদের লুকিয়ে থাকার খবর পেয়ে আত্মসমর্পণ করতে বলে তারা। তখন তাদের লক্ষ্য করে নকশালরা গুলি চালায় বলে অভিযোগ। পাল্টা গুলি ছোড়ে বাহিনী। এই গুলির লড়াইয়ে প্রাণ হারিয়েছেন সাত জন নকশাল। উদ্ধার হয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক।
এক সপ্তাহ আগে এই এলাকাতেই পুলিশের চর সন্দেহে দুই জনজাতি যুবককে খুন করেন নকশালরা। ওই ঘটনার পর রবিবার প্রথম এই অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত নকশাল নেতার নাম পাপান্না (৩৫)। বাকি ছ’জনের নাম ইগলপু মাল্লাইয়া (৪৩), মুসাকি দেভাল (২২), মুসাকি যমুনা (২৩), জয় সিং (২৫), কিশোর (২২), কমেশ (২৩)।