নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১ ডিসেম্বর:
বিশ্ব এইডস দিবস উপলক্ষে ঊনকোটি জেলার এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে রেলি এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে প্রত্যেক বক্তা এইডস রোগের ভয়াবহতা নিয়ে আলোচনা করেন।
বিশ্ব এইডস দিবস উপলক্ষে ঊনকোটি জেলার এইডস কন্ট্রোল সোসাইটির তরফে কৈলাশহর আরজিএম হাসপাতালে একটি সভা অনুষ্ঠিত হয়। এরপর একটি রেলি করা হয়। উক্ত অনুষ্ঠানের মঞ্চে কৈলাশহর মিউনিসিপাল কাউন্সিলের চেয়ারপার্সন চপলা দেবরায়, মহকুমা শাসক প্রদীপ সরকার, আরজিএম হাসপাতালে এসডিএমও ডক্টর পাপিয়া রুদ্র পাল, এমএস আয়ুস চিকিৎসক অরূপ দেব, এইডস কন্ট্রোল সোসাইটির আধিকারিক রূপক নন্দী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রথমে প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। ১৯৮৮ সাল থেকে বিশ্বে এই দিবস পালন করা হচ্ছে। এই বছরের থিম ছিল “আমার স্বাস্থ্য আমার অধিকার।”প্রত্যেক বক্তাই তাদের বক্তব্যে এইডসে’র উপর আলোচনা করেন।এরপর ফিতা কেটে রেলির উদ্বোধন করা হয় রেলীটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।