আগরতলা, ১ ডিসেম্বর : পার্শ্ববর্তী বাংলাদেশে যেসব ঘটনা ঘটছে তা অমানবিক। তাই এই পুণ্য তিথিতে মা ত্রিপুরেশ্বরীর কাছে তাদের শুভ বুদ্ধি প্রদান করার জন্য প্রার্থনা জানাই। আজ কসবেশ্বরী মন্দিরের বাৎসরিক অনুষ্ঠানে গিয়ে একথা বলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক তথা বিধায়ক ভগবান দাস।
প্রসঙ্গত, প্রত্যেক বছরের ন্যায় এ বছরও কসবেশ্বরী মায়ের মন্দিরে বাৎসরিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী এই মন্দিরের অনুষ্ঠানে উপস্থিত হন প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক তথা বিধায়ক ভগবান দাস, কমলা সাগর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা অন্তরা সরকার দেব, ত্রিপুরার চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর ঘোষ সহ অন্যান্যরা।
আজ পবিত্র অমাবস্যার পুন্য তিথিতে কমালাসাগরের কসবা কালী মন্দিরে মায়ের ঘট বরন, সকাল ৮ টা নাগাদ যজ্ঞ এবং হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হয়েছে। কমলাসাগর ট্যুরিজম ডেভেলপমেন্ট সোসাইটির এবং কসবেশ্বরী মায়ের মন্দির পূজা কমিটির যৌথ এই অনুষ্ঠানে আয়োজন। এদিন সকাল থেকে শান্তি কালী আশ্রমের চিত্তরঞ্জন মহারাজ এবং তপোবন আশ্রমের সচিদানন্দ পুরী মহারাজ এই যঞ্জ অনুষ্ঠান অংশগ্রহণ করেন।
সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক তথা বিধায়ক ভগবান দাস বলেন, আজকের এই পবিত্র যজ্ঞে অংশগ্রহণ করে তিনি মা কসবেশ্বরীর কালীর চরণে রাজ্যবাসীর জন্য প্রার্থনা জানিয়েছেন। ত্রিপুরার সকল নাগরিকের মঙ্গল ও কল্যাণ কামনা করে মা কালীর কৃপা প্রার্থনা করেছেন বলে জানান তিনি।