আালোক সংঘে রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ ডিসেম্বর : একমাত্র রক্তদানের মধ্য দিয়েই রক্তের ঘাটতি পূরণ করা সম্ভব, রক্তদানের মত মহৎ দান আর কিছুই নয়। আালোক সংঘে রক্তদান শিবিরে একথা বলেন মুখ্যমন্ত্রী।

রবিবার আগরতলা রামনগর এলাকার আলোক সংঘে এক মহতী রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র তথা রামনগরের বিধায়ক দীপক মজুমদার, আলোক সংঘের সভাপতি আশীষ মার্ক পেডের চেয়ারম্যান সঞ্জয় সাহা সহ অন্যানরা।

এদিন রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রক্ত দানের মত মহৎ কাজ সমাজে আর কিছুই হতে পারে না। বিজ্ঞান এর যতই উন্নতি হোক না কেন এখনো পর্যন্ত বিজ্ঞানীরা রক্তের বিকল্প কোন কিছু আবিষ্কার করতে পারেনি। একমাত্র রক্তদানের মধ্য দিয়েই রক্তের ঘাটতি পূরণ করা সম্ভব।

মুখ্যমন্ত্রীর রামনগরের আলোকসংঘ রক্তদান শিবিরের আয়োজনের জন্য ক্লাব কর্মকর্তা সহ সকলকে ধন্যবাদ জানিয়েছেন। অন্যান্য ক্লাব স্বেচ্ছাসেবী সংগঠনসহ সকল অংশের জনগণকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।