প্রয়াত অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ইয়ান রেডপাথ

ভিক্টোরিয়া, ১ ডিসেম্বর (হি.স.): চলে গেলেন অস্ট্রেলিয়া জাতীয় দলে খেলা প্রাক্তন ক্রিকেটার ইয়ান রেডপাথ। বিগত কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। বয়স হয়েছিল ৮৩ বছর। ভিক্টোরিয়ার জিলং-এর বাসভবনে শনিবার মারা জন তিনি, জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

১৯৬৪ থেকে ১৯৭৫ সালের মধ্যে অস্ট্রেলিয়ার হয়ে ৬৬ টেস্ট ও ৫ ওয়ানডে খেলেছেন রেডপাথ। ইয়ান ও গ্রেগ চ্যাপেলের সময়ে অস্ট্রেলিয়ার সহকারী অধিনায়কও ছিলেন।

রেডপাথ টেস্ট কেরিয়ার শেষ করেন ৪৩.৪৫ গড়ে ৪৭৩৪ রান নিয়ে। রয়েছে ৮টি সেঞ্চুরি ৩১টি অর্ধশত রান।

রেডপাথের মৃত্যুতে শোক প্রকাশ করে ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান মাইক বেয়ার্ড বলেছেন,

‘ ইয়ান সবার ভালোবাসার এবং সম্মানের মানুষ, তাঁর মৃত্যুতে অস্ট্রেলিয়ান ক্রিকেটের সবাই গভীর শোকাহত।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *