BRAKING NEWS

বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারে ক্ষুব্ধ আরএসএস, চিন্ময় প্রভুর মুক্তির দাবি

নাগপুর, ৩০ নভেম্বর (হি.স.): বাংলাদেশে ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেফতারি ও হিন্দু-সহ সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর অত্যাচারের তীব্র নিন্দা করল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)। শনিবার সঙ্ঘের সরকার্যবাহ দত্তাত্রেয় হোসবালে এক বিবৃতিতে বাংলাদেশের ঘটনা প্রবাহের প্রতিবাদ করে জানান, বাংলাদেশে হিন্দুদের ওপর চলা অত্যাচার অবিলম্বে বন্ধ করতে হবে। পাশাপাশি ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে অন্যায়পূর্ণ জেল থেকে মুক্ত করার দাবি জানান তিনি।

বিবৃতিতে জানানো হয়েছে, বাংলাদেশে হিন্দু এবং অন্যান্য সমস্ত সংখ্যালঘুদের ওপর ইসলামিক মৌলবাদীদের দ্বারা আক্রমণ, হত্যা, লুটপাট, আগুন লাগানো এবং নারীদের উপর চলা অমানবিক অত্যাচার অত্যন্ত উদ্বেগজনক এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ এ সবের তীব্র নিন্দা করে। বর্তমান বাংলাদেশ সরকার এবং অন্যান্য সংস্থাগুলি এটি রোধ করার পরিবর্তে শুধু নিরব দর্শক হয়ে রয়েছে। বাধ্যতামূলকভাবে বাংলাদেশে হিন্দুরা নিজেদের রক্ষার জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে সরব হয়েছেন, অথচ তাঁদের কন্ঠস্বরকে দমন করার জন্য নতুন করে অন্যায় ও অত্যাচার শুরু হয়েছে। সঙ্ঘের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এমনই শান্তিপূর্ণ প্রদর্শনে হিন্দুদের নেতৃত্ব দিচ্ছেন ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস, তাঁকে জেলে পাঠানো অত্যন্ত অন্যায়।

হিন্দুদের ওপর চলা অত্যাচার অবিলম্বে বন্ধ করতে হবে এবং চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি দিতে হবে, বাংলাদেশ সরকারের কাছে এই আহ্বান জানিয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ। একইসঙ্গে ভারত সরকারের কাছে বিশেষ আবেদন জানিয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ। বাংলাদেশে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের ওপর চলা অত্যাচার রোধে প্রচেষ্টা যেন অব্যাহত থাকে। এছাড়াও বিশ্বব্যাপী মতামত তৈরি করার জন্য যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় পদক্ষেপ যেন গ্রহণ করা হয়। আরএসএস-এর আহ্বান, এই গুরুত্বপূর্ণ সময়ে ভারত, বিশ্ব সম্প্রদায় ও প্রতিষ্ঠানগুলির বাংলাদেশের ভুক্তভোগীদের পাশে দাঁড়িয়ে নিজেদের সমর্থন প্রকাশ করা উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *