হাফলং (অসম), ৩০ নভেম্বর ( (হি.স.) : ডিমা হাসাও জেলার সদর শহর হাফলং হোলিস্প্রিট হাসপাতালের নির্মাণস্থল থেকে আজ শনিবার তিন শিশু-শ্রমিককে উদ্ধার করেছে জেলা প্রশাসন।
চাইল্ড হেল্প লাইন ইউনিট ১০৯৮ নম্বর থেকে একটি ফোন পেয়ে জেলা পর্যায়ের শিশুশ্রম টাস্ক ফোর্স এবং জেলা শ্রম বিভাগের সমন্বয়ে হাফলং হোলিস্প্রিট হাসপাতালের নির্মাণস্থল থেকে শিশুশ্রমে নিয়োজিত তিন শিশুকে উদ্ধার করা হয়। এ নিয়ে শিশুশ্রমে তিন শিশুকে নিয়োগকারী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও নিয়োগ কর্তার বিরুদ্ধে এজাহার দাখিল করা হয়েছে।
শিশু-শ্রমিকদের উদ্ধার অভিযানে নেতৃত্ব দিয়েছেন সহকারী কমিশনার ধৃতিরাজ আলমিয়ান, শ্রম পরিদর্শক স্মৃতি সোনালী হোজাই, সুরক্ষা কর্মকর্তা (এনআইসি) সুশান্ত লাংথাসা, জেলা প্রকল্প সমন্বয়কারী চাইল্ড হেল্প লাইন পসুইডিং পামে এবং চাইল্ড ওয়েলফেয়ারের সাব-ইন্সপেক্টর মমিতা পাটোর সহ পুলিশ আধিকারিক।