সমাজের প্রতি ক্লাবগুলির দায়বদ্ধতা অনেক বেড়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩০ নভেম্বর: রাজ্যের ক্লাবগুলি বিভিন্ন জনহিতকর কর্মসূচির আয়োজন করছে। সমাজের প্রতি ক্লাবগুলির দায়বদ্ধতা অনেক বেড়েছে। এতে ক্লাবগুলির প্রতি এলাকাবাসীর আস্থা অনেক বেড়েছে। ক্লাবের বিভিন্ন কর্মসূচিতে মহিলাগণ ব্যাপকভাবে অংশ নিচ্ছেন। তাতেই বোঝা যায় এলাকার পরিবেশ সুন্দর এবং শান্তিপূর্ণ রয়েছে। আগামীদিনেও এই পরিবেশ রক্ষা করতে হবে। আজ সন্ধ্যায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শারদ সম্মান-২০২৪ অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে এবছর মায়ের গমন এবং শারদ উৎসবে উৎকর্ষতার জন্য বিভিন্ন বিভাগে রাজ্যের ৪৭টি ক্লাব ও পুজো কমিটিগুলিকে আজ পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা বলেন, সুন্দর ও সুষ্ঠুভাবে শারদ উৎসব আয়োজন করার জন্য ক্লাবগুলিকে পুরস্কৃত করায় আগামীদিনে অন্য ক্লাব এবং পুজো উদ্যোক্তারাও অনুপ্রাণিত হবে। রাজ্যের বিভিন্ন ক্লাবের মধ্যে বর্তমানে স্বাস্থ্যসম্মত প্রতিযোগিতা হচ্ছে। ক্লাবগুলি রক্তদান, বস্ত্রদান, স্বচ্ছতা অভিযানের মতো বিভিন্ন কর্মসূচির আয়োজন করছে। প্রসঙ্গক্রমে মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নানাভাবে আক্রমণ হচ্ছে। এই ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় আমাদের সেনা জওয়ানদের আত্মত্যাগের পাশাপাশি ত্রিপুরার সাধারণ মানুষের অবদানও কম নয়। একথা ভুলে গেলে চলবে না। সংখ্যালঘুদের বিরুদ্ধে আক্রমণের ঘটনায় আমাদের সবার প্রতিবাদ করা উচিত।

অনুষ্ঠানের প্রধান অতিথি রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, এবারের শারদোৎসবে সারা রাজ্যেই বিভিন্ন ক্লাব এবং পুজো কমিটিগুলি সুন্দর ও সুশৃঙ্খলভাবে শারদোৎসবের আয়োজন করেছে। ক্লাবগুলিকে উৎসাহিত করতেই শারদ সম্মানের আয়োজন করা হয়েছে। রাজ্য সরকার এবং ক্লাবগুলির সহযোগিতার জন্যই কোনও অপ্রীতিকর ঘটনা ছাড়া এবছর শারদোৎসব অতিবাহিত হয়েছে। রাজ্যের বিধ্বংসী বন্যায় বিভিন্ন ক্লাব রাজ্য সরকারের পাশে দাঁড়িয়েছে। অনুষ্ঠানে আগরতলা পুরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সুন্দর ও সুশৃঙ্খলভাবে শারদোৎসবের আয়োজন করায় ক্লাব এবং পুজো উদ্যোক্তাদের ধন্যবাদ জানান। তিনি বলেন, আগের তুলনায় দুর্গাপূজার সংখ্যা অনেক বেড়েছে। রাজ্যে আইন শৃঙ্খলা ভালো বলেই আরও বেশি করে মানুষ শারদোৎসবে অংশ নিয়েছেন। আগামীদিনেও এই পরিবেশ আমাদের বজায় রাখতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *