আগরতলা, ২৭ নভেম্বর: ফুল এবং অর্কিড চাষে কৃষকদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করাই সরকারের একমাত্র লক্ষ্য। আজ প্রজ্ঞা ভবনে এক দিবসীয় অর্কিড ট্রেনিং প্রোগ্রাম এবং চাষের জন্য চারা সমেত সামগ্রী বিতরণ অনুষ্ঠানে একথা বলেন কৃষি মন্ত্রী রতন লাল নাথ।
এদিন শ্রীনাথ বলেন, হর্টিকালচার ডিপার্টমেন্ট এবং রিসার্চ সেন্টার এর যৌথ উদ্যোগে এই আয়োজনে ব্যাপক সংখ্যক কৃষকরা অংশগ্রহণ করেছেন। অনুষ্ঠানে উপস্থিত থেকে লাভজনক এই চাষে এগিয়ে আসার জন্য কৃষকদের কে অনুরোধ জানিয়েছেন।
এদিন তিনি বলেন, রাজ্যে অর্কিড চাষ যেন আরো ব্যাপকভাবে করা যায় সেই লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ৩০০ জনকে ৪০ টি করে অর্কিড চারা এবং সামগ্রী ও তুলে দেওয়া হয়েছে।