BRAKING NEWS

ভারতীয় সংবিধান বছরের পর বছর ধরে তপস্যা, শক্তি ও সামর্থ্যের ফল : ওম বিড়লা

নয়াদিল্লি, ২৬ নভেম্বর (হি.স.): ভারতীয় সংবিধান আমাদের জনগণের বছরের পর বছর ধরে তপস্যা, ত্যাগ, উদ্ভাবনী, শক্তি ও সামর্থ্যের ফল। মঙ্গলবার সংবিধান দিবসের অনুষ্ঠানে এই বার্তা তুলে ধরলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। সংবিধানের ৭৫ বছর পূর্তি উপলক্ষে সংবিধান সদনে অনুষ্ঠিত সংবিধান দিবসের অনুষ্ঠানে মঙ্গলবার লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন, “আজ সংবিধান দিবস উদযাপন করা কোটি কোটি ভারতীয়কে আমি অভিনন্দন জানাই। রাষ্ট্রপতির নেতৃত্বে সমগ্র দেশ একত্রে সংবিধানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে।”

অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন, “আজ কোটি কোটি দেশবাসী সংবিধানের প্রস্তাবনা পাঠ করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার শপথ নিয়েছেন। প্রধানমন্ত্রী মোদীর অনুপ্রেরণায়, ২০১৫ সালে, আমরা ২৬ নভেম্বর সংবিধান দিবস হিসাবে উদযাপন করার ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিলাম। আমাদের সংবিধান আমাদের জনগণের বছরের পর বছর ধরে তপস্যা, ত্যাগ, উদ্ভাবনী, শক্তি ও সামর্থ্যের ফল। এই সেন্ট্রাল হলে প্রায় ৩ বছরের কঠোর পরিশ্রমের পর তাঁরা দেশের ভৌগোলিক ও সামাজিক বৈচিত্র্যকে এক সুতোয় আবদ্ধ করে একটি সংবিধান তৈরি করেছেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *