আগরতলা, ২৪ নভেম্বর : রাজ্যে সম্প্রতি দুটি কিডনি প্রতিস্থাপন সফলভাবে করা হয়েছে। মনিপুর থেকে আসা চিকিৎসকের একটি টিমের সহযোগিতায় ত্রিপুরায় চিকিৎসকরা কিডনি প্রতিস্থাপন সফলভাবে করতে পেরেছে। এমনটাই জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, দুটি কিডনি প্রতিস্থাপনই সফল হয়েছে। রাজ্যের বাইরে গিয়ে কিডনি প্রতিস্থাপন করতে ৩৫-৪০ লক্ষ টাকা ব্যয় হয়, কিন্তু ত্রিপুরায় দুজনের কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে কোন অর্থ ব্যয় করতে হয়নি রোগীর পরিবারকে।
তিনি আরো বলেন, কিডনি প্রতিস্থাপন নিয়ে আরো উন্নত চিন্তা রয়েছে রাজ্য সরকারের। মৃত ব্যক্তির কিডনি কিভাবে একজন রোগীর শরীরে প্রতিস্থাপন করা যায় সে বিষয় নিয়েও আলোচনা চলছে।