নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ নভেম্বর:
৩৯ নং ওয়ার্ড এর উদ্যোগে শুভ বিজয়া দশমী ও শুভ দীপাবলি উপলক্ষে অভিভাবক সংবর্ধনা এবং মত বিনিময় সভার আয়োজন করা হয়।।উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা, মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, ৩৯ নং ওয়ার্ডের কর্পোরেটর অলক রায় সহ অন্যান্যরা।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়েছেন এ ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য। পাশাপাশি রাজ্যের সার্বিক পরিচিতি তিনি এদিনের আলোচনার মধ্যে তুলে ধরেন। তিনি বলেন, একটা সময় ছিল যখন রাজ্যে মানুষ নিরাপদে চলতে পারত না। নিজের বাড়ির গলি দিয়ে হেটে যেতেও মানুষের ভয় হতো। বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়গুলিতে পড়াশোনার পরিবেশ প্রায় বিনষ্ট হয়ে পড়েছিল। সেখানে শিক্ষককে মারধর করা হতো। রাজনীতির মাধ্যমে সব কিছুকে চালনা করার চেষ্টা করা হতো। কোন ধরনের মীমাংসা ছাড়াই শুধু আন্দোলনের রাস্তায় হাঁটতেন বামেরা। ফলে বন্ধ হয়ে গেছে বিভিন্ন কলকারখানা।
মুখ্যমন্ত্রী আরও বলেন, বর্তমানে কর্মসংস্কৃতিকে পাল্টে উন্নয়নের ধারা বইছে রাজ্যে। সর্বক্ষেত্রে রাজ্যে উন্নয়ন সাধিত হচ্ছে। কিন্তু নিন্দুকদের এটি সহ্য হচ্ছে না। তাই তারা বিভিন্ন সময় রাজ্যের মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে। কিন্তু ধীরে ধীরে রাজ্যের সার্বিক উন্নয়নের লক্ষ্যে পুরনো কর্মসংস্কৃতিকে পেছনে ফেলে নতুনভাবে উন্নয়নের লক্ষ্যে সবকিছু সাজিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। এটি সময় সাপেক্ষ হলেও ত্রিপুরা দেশের অন্যান্য রাজ্যের ন্যায় এগিয়ে আসছে বলে জানান মুখ্যমন্ত্রী।।